[gtranslate]

ধানে ব্লাস্ট একটি ছত্রাকজনিত রোগ।

প্রকাশিতঃ ৮:১২ পূর্বাহ্ণ | এপ্রিল ১৯, ২০১৯

দীন মোহাম্মদ দীনু।

ধানে ব্লাস্ট একটি ছত্রাকজনিত রোগ। এই রোগ দেখা দিলে ট্রাইসাইক্লোজল গ্রুপের যেকোন ছত্রাকনাশক যেমন ট্রুপার, দিফা। এছাড়া নোভিটা, নাটিভো প্রভৃতি দ্রুত স্প্রে করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।এছাড়াও এমিস্টর টপ ভালো কাজ করে।